About Institute

...more
Notice Board

সভাপতির বাণী :

শিক্ষা সকল অন্ধকার দূরীভূত করে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষা প্রতিষ্ঠানে তথ্য প্রযুক্তির সহায়ক ওয়েবসাইট এর বিকল্প নেই। বর্তমান সরকার “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। প্রান্তিক জনগোষ্ঠীকে শিক্ষার আলোর রশ্মির বিকিরণে উদ্ভাসিত করার দৃঢ় প্রত্যয় ও সংকল্প নিয়ে আমি কলেজ প্রতিষ্ঠার মত যে মহান কল্যাণমুখী কাজে হাত দিয়েছিলাম; তা আজ সগৌরবে প্রদীপ্তমান। কলেজকে বর্তমান অবস্থানে আনতে বহু চড়াই উৎরাই পাড়ি দিতে হয়েছে। সকল বাধা পেরিয়ে সফল হয়েছি বলে আল্লাহর প্রতি শোকরিয়া জ্ঞাপন করছি। কলেজ প্রতিষ্ঠায় এলাকার যে সকল জ্ঞানী-গুণী , সাধারণ মানুষ ও শুভানুধ্যায়ী আমাকে বুদ্ধি পরামর্শ দিয়ে সহায়তা করেছেন আমি তাদের প্রতি জানাই কৃতজ্ঞতা।

হাতে গড়া কলেজটি স্মার্ট ও ডায়নামিক ওয়েবসাইট এর সাথে সংযোজিত হচ্ছে জেনে আমি অত্যন্ত আনন্দিত। আশা করি, এ মহতী প্রচেষ্টা ছাত্র-ছাত্রীদের পড়ালেখা ও শিক্ষকদের জ্ঞান বিতরণে যুগোপযোগী সুফল বয়ে আনবে। এ কাজে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই।

 

আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দিন

প্রতিষ্ঠাতা ও সভাপতি

গভর্ণিং বডি,

হাজী বাদশা-মাবেয়া কলেজ,

কোয়েপাড়া, রাউজান, চট্টগ্রাম।


অধ্যক্ষের বাণী :

“শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” ব্রত নিয়ে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অদম্য অগ্রগতিতে এগিয়ে যাওয়া বর্তমান সরকারের পরবর্তী লক্ষ্য 'স্মার্ট বাংলাদেশ' বাস্তবায়নে শিক্ষাক্ষেত্রে সারা বাংলাদেশে সংযোজিত হচ্ছে স্মার্ট ও ডায়নামিক ওয়েবসাইট। এবং অত্র কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দীন সাহেবের আজীবনের লালিত স্বপ্ন প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার মান উন্নয়নে এই ওয়েবসাইট ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী। আমাদের হাজী বাদশা-মাবেয়া কলেজ উক্ত কার্যক্রমে যুক্ত হতে পেরে আমরা সবাই আনন্দিত ও গর্বিত। এক্ষেত্রে সহযোগীতার জন্য শিক্ষা পরিবারের সকল সম্মানিত কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি, দাতা সদস্যসহ গভর্ণিং বডির সকল সদস্য,  শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা- কর্মচারী, অভিভাবকবৃন্দ, ছাত্র-ছাত্রীবৃন্দ, ওয়েবসাইট নির্মাতা ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞ।

Upcoming Events

0

Students

0

Classes

235K

Attendance

21

Teachers & Staff

Subscribe to Newsletter

Get notified about new courses, events, community & more

Our Teachers